Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, প্রধানমন্ত্রীর নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫ ০৯:১২ | আপডেট: ২৩ মে ২০২৫ ১১:৩৮

লেবাননে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে দফায় দফায় বোমা হামলায় চালাচ্ছে ইসরায়েল। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২২ মে) লেবাননের নাবাতিহ গভর্নরেটের তউল শহরের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

এর আগে, বাসিন্দাদের ওই ভবনের আশপাশের এলাকা খালি করার জন্য সতর্ক করে ইসরায়েলি সেনাবাহিনী। ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে।

এদিকে, লেবাননের সংবাদমাধ্যমগুলো দেশটির দক্ষিণে অবস্থিত সৌজোদ, তুলিন, সাওয়ান্না এবং রিহান পর্বতমালা শহরেও ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের খবর দিয়েছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরায়েলি হামলাগুলো এমন এক সময়ে হয়েছে, যখন শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে পৌর নির্বাচন হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের এই হামলা নির্বাচন অনুষ্ঠান এবং লেবানন এবং লেবানিজদের সুরক্ষার জন্য রাষ্ট্রের প্রতিশ্রুতিকে ব্যাহত করতে পারবে না।’

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননের রাব এল-থালাথিন শহরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এবং একজন যোদ্ধাকে হত্যা করেছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল লেবাননে হামলা