Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না হার্ভার্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫ ০৯:২২ | আপডেট: ২৩ মে ২০২৫ ১২:৫২

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এক বিবৃতিতে এই পদক্ষেপকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স-এ লেখেন, আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। প্রশাসন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অধীনে হার্ভার্ডের সার্টিফিকেশন বাতিল করেছে। এটি যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলতে পারে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, গত শিক্ষাবর্ষে ৬,৭০০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। এর আগে, ১৪০টিরও বেশি দেশের বিদেশি শিক্ষার্থী এবং পণ্ডিতদের স্বাগত জানানোর ক্ষমতা সংরক্ষণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয়।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর