ঢাকা: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি যৌথভাবে ইউজিসি–ম্যাকগিল পিএইচডি ফেলোশিপ দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা চার বছর পর্যন্ত আর্থিক সুবিধা পাবে।
পিএইচডি ফেলোশিপের জন্য আবেদনকারীকে ১১ জুন ২০২৫ (কানাডার স্ট্যান্ডার্ড সময় ও তারিখ অনুযায়ী) তারিখের মধ্যে আবেদনপ্রক্রিয়া শেষ করতে হবে।
সুযোগ-সুবিধা:
*জীবনযাত্রার ব্যয় মেটাতে বার্ষিক ১৫,০০০ কানাডিয়ান ডলার দেবে;
*স্বাস্থ্য ও লিডিং ইনস্যুরেন্স হিসেবে ১১০০ কানাডিয়ান ডলার দেবে;
*বার্ষিক গ্যালারি সাপোর্ট হিসেবে ৯৮০০ কানাডিয়ান ডলার প্রদান করবে;
*প্রত্যাবর্তন বিমানভাড়া প্রায় ৩,০০০ কানাডিয়ান ডলার;
*ম্যাকগিল প্রতিবছর কুইবেক উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষার পুরো খরচ (বার্ষিক ২০ হাজার ২১৪ কানাডিয়ান ডলার) বহন করবে, স্বাস্থ্যবিমা ব্যতীত;
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তাদের পছন্দের ম্যাকগিল ডক্টরাল প্রোগ্রামে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জানুয়ারি সেশনের জন্য ১ আগস্টের আগে এবং সেপ্টেম্বর সেশনের জন্য ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা যে ইউজিসি-ম্যাকগিল ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে আবেদন করছেন তা আবেদনপত্রে উল্লেখ করতে পারবেন।
ফেলোশিপবিষয়ক বিস্তারিত তথ্য ইউজিসির ওয়েবসাইটে (নোটিশ বোর্ড অথবা স্কলারশিপ/ফেলোশিপ বক্স) পাওয়া যাবে, যা প্রার্থীদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে হবে।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত https://ww1.macgill.ca/lander এই ঠিকানায় জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুন ২০২৫