Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ০৯:৪৬ | আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:৩৮

ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। ‘অস্বাস্থ্যকর’পর্যায় রয়েছে শহরটির বাতাসের মান।

শুক্রবার (২৩ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার বাতাস ১৬১ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে।

পাকিস্তানের লাহোর, চিলির সান্তিয়াগো ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই যথাক্রমে ১৫৩, ১৪৪ ও ১৩৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে।

যখন অতি ক্ষুদ্রকণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়।

সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকতে পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকা বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর