ক্রিকেটের জনক মানা হয় তাদের। দেড়শ বছরের দীর্ঘ এই সময়ে ইংল্যান্ডের হয়ে কেউই ছুঁতে পারেননি ১৩ হাজার রানের মাইলফলক। অবশেষে তাদের সেই আক্ষেপটা ঘুচালেন জো রুট। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ১৩ হাজার রানের রেকর্ড ছুঁয়েছেন রুট।
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে এই রেকর্ড থেকে মাত্র ২৮ রান দূরে ছিলেন রুট। প্রথম দিনের শেষ সেশনেই ছুঁয়েছেন এই মাইলফলক। ১৫৩ টেস্টে ২৭৯ ইনিংসে এই কীর্তি গড়লেন রুট।
টেস্ট ইতিহাসের ৫ম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান ছুঁলেন ৩৪ বছর বয়সী রুট। ২৮৬ ইনিংসে ১৩২৮৮ রান নিয়ে রুটের সামনে আছেন ভারতীয় ব্যাটার রাহুল দ্রাবিড়।
২৮০ ইনিংসে ১৩২৮৯ রান নিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ২৮৭ ইনিংসে ১৩৭৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আর ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে ১৫৯২১ রান নিয়ে সবার উপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার।
১৩ হাজার রান ছোঁয়ার দিনে ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি রুট। ৩৪ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।