Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাতটি সবচেয়ে কঠিন ছিল: তাসনিম জারা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১১:৩১ | আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:৩৭

ডা. তাসনিম জারা।

ঢাকা: জুলাই অভ্যুত্থানের পর গত রাতটি সবচেয়ে কঠিন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২৪ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তাসনিম জারা লিখেন, ‘গত রাত (বৃহস্পতিবার) ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে, সেটিই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটা দোষারোপের সময় নয়। এটা আত্মসমালোচনার সময়।’

তিনি বলেন, ‘রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে। স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।’

জারা আরও লিখেন, ‘ইতিহাস আমাদের শেখায়— যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরনো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই। আমাদেরকে গোষ্ঠীবাদী মানসিকতার ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব— সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা।’

পরিশেষে তিনি লিখেন, ‘আসুন, এটি হোক বিভক্তির নয়— ঐক্যের একটি মোড়।’

সারাবাংলা/ জিএস/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর