Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সবজি ও মুরগির দামে স্বস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১২:৪৫ | আপডেট: ২৩ মে ২০২৫ ১২:৫৭

কাঁচা বাজার। ছবি: সারাবাংলা

ঢাকা: বাজারে মুরগির দাম কমলেও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে সেইসঙ্গে সবজির দাম অনেকটাই কম। ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর কারওয়ানবাজার, ইব্রাহিমপুর, শেওড়াপাড়া ও বিজয় সরণী বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ১৭০ টাকা কেজিতে। বাজারে সোনালী মুরগি প্রতি কেজি ২৬০ থেকে ২৮০ টাকা দরে এবং দেশি মুরগি ৬০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর ডিমের ডজন ১৪০ থেকে ১৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেক আগেও দাম একই ছিলো।

মুরগির বাজার। ছবি: সারাবাংলা

এদিকে, বাজারে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা ও কাঁকরোল ৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া বরবটি ৫০ টাকা, কচুর লতি ৫০ টাকা, উস্তা ৬০ টাকা, বেগুন ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ছবি: সারাবাংলা

ঈদের আগে বাজারে নতুন চালের দাম কিছুটা কমেছে। নতুন চালের দাম প্রতি বস্তায় (২৫ কেজি) ১০০ থেকে ২০০ টাকা কমেছে। এখন প্রতি বস্তা মিনিকেটের দাম ২০০০ টাকার মধ্যে এসেছে, যা আগে ২২০০ টাকা পর্যন্ত উঠেছিল। আর পুরোনো মিনিকেট চাল যেখানে সর্বনিম্ন ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে নতুন মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

বাজারদর মুরগি সবজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর