Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৩:০১ | আপডেট: ২৩ মে ২০২৫ ১৪:৫৭

ঢাকা: গুজবে কান না দেওয়া এবং বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সঙ্গে সত্যতা যাচাই করে সচেতন থাকতেও বলা হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে সেনাবাহিনীর এই অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্ট।

সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) রাতে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগষ্ট ও পরবর্তী সময়ে সেনানিবাসে মোট ৬২৬ জনকে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে ৫৭৮ জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সারাবাংলা/এমএইচ/এনজে

গুজব সেনাবাহিনী

বিজ্ঞাপন

সিএমপির ৩ থানার ওসি রদবদল
৩০ জুলাই ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর