Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৩:১০ | আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:৫০

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর তাকে চট্টগ্রামের মিরসরাই থানার করা একটি মামলায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতার গিয়াস চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তিনি মীরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে তিনি মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তাকে মিরসরাই থানার পুলিশ ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াসকে আটক করে মিরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে বলে আমরা অবগত হয়েছি। তার বিরুদ্ধে মীরসরাই থানায় পাঁচটি মামলা আছে। তাকে মীরসরাইয়ে নিয়ে আসা হবে। সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে কাল (শনিবার) আদালতে হাজির করা হবে।’

সারাবাংলা/আরডি/এফএন/এমপি

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর