Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পরকীয়ার জেরে ডাব ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:৪৩

মরদেহ। প্রতীকী ছবি

খুলনা: খুলনার রূপসায় পরকীয়ার জের ধরে আবদার শেখ (৫০) নামের এক ডাব ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১২টার সময় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদার ওই গ্রামের মৃত মনসুর শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে আবদার শেখ পরকিয়ায় জড়িয়ে পড়ে। গতকাল রাতে মনিরুল ধারালো দা দিয়ে আবদারকে বেধড়ক কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার মৃত্যু নিশ্চিত হয়ে দুটি বস্তায় ভর্তি করে বাড়ির পেছনে ফেলে রাখে। মনিরুল এ সময় তার নিজ স্ত্রী তানজিলা বেগমকেও কুপিয়ে জখম করে। তানজিলা বেগম জখম অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোক এগিয়ে এলে মনিরুল পালিয়ে যায়।

শুক্রবার (২৩ মে) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মনিরুল অসুস্থ ছিল এবং এর সূত্র ধরে তানজিলা বেগম ও আবদার শেখ অপকর্মে জড়িয়ে পড়ে। অবশেষে গত ২২ মে রাতে মনিরুল স্বচক্ষে বিষয়টি প্রত্যক্ষ করে এবং নিজের হাতে কুপিয়ে আবদার কে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে সে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনজে

কুপিয়ে হত্যা পরকীয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর