Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলে হুতিদের জোড়া হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫ ১৩:৫২ | আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:৫০

বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলে দুটি সমন্বিত হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল তেল আবিবের নিকটস্থ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে।

বৃহস্পতিবার (২৩ মে) গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২২ মে) এক বিবৃতিতে সারি জানান, এই হামলা ছিল একটি যুগপৎ অভিযানের অংশ, যার আওতায় ইয়াফা ও হাইফা শহরের দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলাও চালানো হয়। তিনি এলাকাগুলোকে অধিকৃত অঞ্চল হিসেবে অভিহিত করেন।

সারি আরও দাবি করেন, একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র সফলভাবে বেন গুরিয়ন বিমানবন্দরকে আঘাত করে, যার ফলে প্রায় এক ঘণ্টার জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বিস্ফোরণের শব্দ মধ্য ইসরায়েল জুড়ে শোনা যায় এবং বিমানবন্দরে পৌঁছাতে থাকা একাধিক ফ্লাইট মাঝপথেই অন্যত্র পাঠানো হয়। সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখা হয়।

ইসরায়েলি সূত্র অনুযায়ী, মে মাসের শুরু থেকে এটি একাদশ হুথি ক্ষেপণাস্ত্র হামলা যা সাইরেন বাজাতে বাধ্য করেছে, এবং গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে এটি ৩৭তম হামলা।

একইসঙ্গে, হাইফা ও তেল আবিবে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোনও ছোড়া হয়েছে বলে সারি দাবি করেন।

হুথি গোষ্ঠী এই হামলাকে গাজার ওপর ইসরায়েলের চলমান হামলার পালটা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত সেখানে ৫৩ হাজার ৬৫০-এর বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু, নিহত হয়েছে।

এর আগে ১৯ মে হুথিরা হাইফা বন্দরে নৌ অবরোধ ঘোষণা করে এবং সব জাহাজ কোম্পানিকে সতর্ক করে জানায়, ওই বন্দর এখন সামরিক টার্গেট হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ইসরায়েল হামলা হুতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর