ঢাকা: বিচার, রাজনৈতিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের অভাবে দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘নতুন বাংলাদেশে যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায়, তাহলে সেই বাংলাদেশ টিকবে না। এই গণ-অভ্যুত্থান শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
তিনি শ্রম সংস্থার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কেবল উন্নয়ন বললে হবে না, উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকদের সুরক্ষা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতেই হবে।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাকি বলেন, ‘দেশে এখন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রায় বিলুপ্ত। ক্ষমতার ভারসাম্য নেই, সবকিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। ৫ আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও গণতান্ত্রিক কাঠামোর পুনঃপ্রতিষ্ঠা এখনো হয়নি।’
তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার। সরকারকে অবিলম্বে একটি সুস্পষ্ট বিচার ও নির্বাচন সংস্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে জনগণ আস্থা ফিরে পায়।”
শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তাসলিমা আখতার, রাশেদুল হাসান, এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান এবং ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি তোলেন।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে তোপখানা রোড প্রদক্ষিণ করে।