Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী জেলা বিএনপি আহ্বায়কের বাসায় চুরি

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৪:১৩

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু’র বাসা।

রাজবাড়ী: রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু’র বাসাতে চুরির ঘটনা ঘটেছে৷ তালা ভেঙে চোরচক্র বাসাতে ঢুকে নিচতলার কক্ষ থেকে মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতের কোনো এক সময় রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার এই চুরির ঘটনা ঘটে।

অ্যাডভোকেট লিয়াকত আলী বর্তমানে ঢাকায় তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে রয়েছেন। স্ত্রীকে নি‌য়ে গত বুধবার ঢাকায় যান তিনি। তাদের দুই সন্তানও ঢাকায় থাকেন। ফলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল। বাসার চাবি শাকিলের কাছে দিয়ে যান তিনি।

শুক্রবার সকালের দিকে বাসার দোতলায় নির্মাণকাজ করতে আসা মিস্ত্রীরা তালা ভাঙা অবস্থায় দরজা খোলা দেখতে পান এবং শাকিলকে খবর দেন। তখন তারা দেখেন ঘরের বিছানা উলটানো, আসবাবপত্র এলোমেলো এবং কাপড়চোপড় ছড়ানো অবস্থায় দেখতে পান। শাকিল তখন অ্যাডভোকেট লিয়াকত আলীকে ফোনে বিষয়টি জানান।

এ প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। তিনি লিখেছেন, ‘দূর্ভাগ্য যখন হাতছানি দেয়!! আমি ঢাকার একটি হাসপাতালে আছি, এরইমধ্যে গত রাতে আমার বাসার তালা ভেঙে সব কিছুই চুরি হয়ে গেছে। একেবারে লুটপাট হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে গেছে।’

ফোনে যোগাযোগ করলে লিয়াকত আলী বাবু বলেন, ‘গত বুধবার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীকে চিকিৎসার জন্য ভর্তি করায় এবং সেদিন থেকে তার সঙ্গেই রয়েছি। সকালে জানতে পারি যে বাসায় চুরি হয়েছে। এখনও নিশ্চিত করে বলতে পারছি না ঠিক কী কী জিনিসপত্র চুরি হয়েছে। তবে অনেক মূল্যবান জিনিস বাসায় ছিল। রাজবাড়ীতে ফিরে গিয়েই বিস্তারিত জানতে পারব।’

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, চুরির ঘটনার সংবাদ পাওয়ার পরপরই জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু’র বাসাতে পু‌লিশ পাঠ‌নো হ‌য়ে‌ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

অ্যাডভোকেট লিয়াকত আলী চুরি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর