Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ভূমিধসে নিহত ৪, নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৫ ১৫:১১ | আপডেট: ২৩ মে ২০২৫ ১৯:৩৪

টানা ভারি বর্ষণে ভূমিধস, বিপর্যস্ত চীন।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪ জন নিহত ও ১৭ জন নিখোঁজ রয়েছেন। ভুক্তভোগীদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) এই পরিস্থিতির কথা জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি, পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

গুইঝো প্রদেশের চাংশি শহরে দুজন এবং কিংইয়াং গ্রামের কাছে আরও দুজন নিহত হয়েছেন। ওই এলাকায় ভূমিধসে আটটি পরিবারের ১৯ জন সদস্য আটকা পড়েছেন।

গুইঝোর পার্বত্য অঞ্চলে এবং পাশের হুনান ও জিয়াংসি প্রদেশে ভারী বর্ষণের কারণে কর্তৃপক্ষ তৃতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে। এসব এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্য এবং দমকল কর্মীসহ ৪০০ জনেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তনের কারণে চীন দীর্ঘমেয়াদী তাপদাহ এবং অপ্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে। দেশটির জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিশাল জনসংখ্যা।

উল্লেখ্য,গত এক সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ ও গুয়াংশি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

সারাবাংলা/এসডব্লিউ

চীন নিখোঁজ নিহত ভুমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর