নরসিংদী: বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন তাদের উচিত শহিদদের পরিবারের খোঁজখবর নেওয়া। বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহিদ ও আহতদের সবার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র।
শুক্রবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার মেহেরপারা ইউনিয়নের চৌয়া এলাকার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ আরমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যারা এতো এতো কাজের ফিরিস্তি তুলে ধরছেন! যাদের রক্তের ওপর এই অন্তর্বর্তী সরকার তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন? আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের জন্যই আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি।’
জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহিদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করা হয়। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।