Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ ও স্বাস্থ্যকর বাতাসের জন্য পদযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৩ মে ২০২৫ ১৭:৩৯

উইপ্ল্যানেট বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পদযাত্রা।

ঢাকা: বায়ুদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উইপ্ল্যানেট বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নিরাপদ ও স্বাস্থ্যকর বাতাস সবার মৌলিক অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে উইপ্ল্যানেট বাংলাদেশ এবং সহযোগী সংগঠন বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে একটি সচেতনতামূলক পদযাত্রা ও প্ল্যাকার্ড প্রদর্শনীর আয়োজন করে। বায়ুদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং তরুণ প্রজন্মসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উইপ্ল্যানেট বাংলাদেশের প্রতিনিধি এবং উইপ্ল্যানেট এশিয়া রিজিয়নের প্রধান মো. আরিফ হোসেন বলেন, ‘বায়ুদূষণ একটি নীরব ঘাতক যা আমাদের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও প্রাত্যহিক জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি আমাদের অভ্যাস পরিবর্তন না করলে বায়ু ও পরিবেশের অন্যান্য দূষণ কমানো সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য করতে বিজ্ঞানভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সেগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি এবং ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের সংস্কার প্রয়োজন।’

আয়োজক ও অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিরা জানান, পরিচ্ছন্ন বাতাস শুধু স্বাস্থ্য নয়, বরং কর্মক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশবিষয়ক নীতিমালা আধুনিকায়ন ও দূষণ নিয়ন্ত্রণে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

উইপ্ল্যানেট বাংলাদেশ, শের-ই-বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি, লাইট টু লাইফ, সিক্ত বাংলাদেশ, ইউথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ও ফার্মিং ফিউচার বাংলাদেশ যৌথভাবে এই পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

উইপ্ল্যানেট বাংলাদেশ পদযাত্রা বায়ুদূষণ স্বাস্থ্যকর বাতাস