Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলবে’

সারাবাংলা ডেস্ক
২৩ মে ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২৩ মে ২০২৫ ২০:২৪

জুমার নামাজের পর ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’র ব্যানারে মিছিল

চট্টগ্রাম ব্যুরো: ভারতীয় আধিপত্যবাদ এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের শক্তির ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’র ব্যানারে মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিল নিয়ে শত, শত জনতা আন্দরকিল্লা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যান। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গণমানুষের ঐতিহাসিক ঐক্যকে দুর্বল করার পরিকল্পনা। আমরা জনগণ এই ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ এবং অবিচল আছি। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও আমরা পূর্ণ প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘আমরা চাই জুলাই ঐক্যের মূল্যবোধগুলো রক্ষা হোক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত হোক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সচেতনতা ও আন্দোলন অব্যাহত থাকবে।’

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম জুলাই ঐক্য ভারতীয় আধিপত্যবাদ