Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য ঝুঁকিতে মহাখালী ডিওএইচএস এলাকা, উদ্বেগ বিএমএসএস’র

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৮:২২ | আপডেট: ২৩ মে ২০২৫ ২০:২৪

ঢাকা: তামাক কোম্পানির প্রতিষ্ঠান থাকায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকাবাসীদের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস)। শুক্রবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, মহাখালী ডিওএইচএস-এর মতো জনবসতিপূর্ণ ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘেরা আবাসিক এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবি)’র মতো একটি বহুজাতিক তামাক কোম্পানি দীর্ঘদিন ধরে তামাক পণ্য উৎপাদন করছে। এখানে অবস্থিত তামাক কারখানাটি হতে নির্গত দূষিত বাতাসের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার নারী, শিশু, বয়োবৃদ্ধ থেকে শুরু করে সকল স্তরের জনগণ। তামাকের উৎকট গন্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ বাতাসের মাধ্যমে সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, আরও বেশি উদ্বেগের কারণ কারখানাটির অল্প দুরেই স্বাস্থ্য অধিদফতর, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালসহ জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান করছে। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি মনে করে এই কারখানাটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি তীব্র স্বাস্থ্যঝুঁকিপূর্ণ স্থানে পরিনত হয়েছে।

বিএমএসএস তাদের বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন বায়ুদূষণজনিত কারণে। বাংলাদেশে রাজধানী ঢাকা শহরের বায়ূ দুষনের অবস্থাও অত্যন্ত করুন। তামাক কারখানার ধোঁয়া শহরের বায়ূ দূষণের মাত্রাকে আরও ভয়াবহ করে তুলছে। উল্লেখ্য তামাকের ধোঁয়ায় রয়েছে ক্ষতিকর রাসায়নিক উপাদান এবং তেজস্ক্রিয় পদার্থ যার মধ্যে অন্তত ৭০ টি ক্যান্সার সৃষ্টির কারণ রয়েছে। এই বাস্তবতায় ঢাকার মহাখালী ডিওএইচএস’র মতো একটি গুরুত্বপূর্ণ, জনবহুল এলাকায় ক্ষতিকর তামাক কারখানা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

বিজ্ঞাপন

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি মনে করে, কোনভাবেই কর্পোরেট লাভের জন্য জনস্বাস্থ্যকে বিসর্জন দেওয়া যায় না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ এবং নির্মল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএমএসএস সরকারের কাছে আহবান জানাচ্ছে যে, জনস্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অবিলম্বে মহাখালী ডিওএইচএস এর আবাসিক এলাকা থেকে তামাক কারখানা অন্যত্র সরিয়ে নেয়া হোক।

সারাবাংলা/ইএইচটি/এনজে

উদ্বেগ ডিওএইচএস এলাকা বিএমএসএস স্বাস্থ্য ঝুঁকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর