খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের মাস্টারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম ও নজরুল ইসলামের ভাই তাজুল ইসলাম বাদল জানান, আগুনে পুড়ে তাদের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল বিকাশ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলামের বিবাহের অনুষ্ঠান থাকায় সবাই কুমিল্লায় ছিলেন। বাড়িতে কেউ ছিলেন না। অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো যায়নি যে কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।