Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনের আহ্বান মামুনুল হকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৯:১৬ | আপডেট: ২৩ মে ২০২৫ ২২:১১

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক

ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনাদের বক্তিগত মান-অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না। মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৩ মে) বাদ জুমা মসজিদের উত্তর পাশে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এ আয়োজন করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ক্ষমতা নিয়ে মারামারি হানাহানি করা সমীচীন হবে না’ উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, ‘এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’ তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন।

সেই সঙ্গে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ থেকে তারা চারটি দাবি জানান, তা হচ্ছে— নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।

সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকে শেষ হয়।

সারাবাংলা/এফএন/এইচআই

প্রধান উপদেষ্টা মামুনুল হক সেনাপ্রধান হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর