ফরিদপুর: ফরিদপুরে সমাবেশ মঞ্চ নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩০) নামের এক ডেকোরেশন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে সদর উপজেলার শহরতলীর কানাইপুর ইউনিয়নের ছোনপঁচা এলাকার হাক্কানী সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সদর উপজেলার মৃগী গ্রামের খালেক মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে হাক্কানী সড়কের পাশে একটি সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ চলছিল। দুপুরের পরে ডেকোরেশন শ্রমিক সাইফুল ইসলাম মঞ্চের ওপরে টিন সাজানোর কাজ করতে গেলে মঞ্চের ওপর দিয়ে থাকা হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সঙ্গে টিন লেগে বিদ্যুতায়িত হন। এতে তাৎক্ষণিক সে নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।