কুষ্টিয়া: কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৩ মে) বিকেলে শহরের এনএস রোডের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শামসুল হক, আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান প্রমুখ।
এ সময় সমাবেশে ৫ মে শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাসহ সকল গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবিও জানানো হয়।