Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ২০:৪৪ | আপডেট: ২৩ মে ২০২৫ ২৩:৫৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার মুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম (৪০) ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম (৬৫)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর