Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ২১:২০ | আপডেট: ২৩ মে ২০২৫ ২১:২৫

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে ফের দিল্লি থেকে ছঁক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার ও দেশকে বিভাজিত করার জন্য। গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে।’

নাহিদ ইলসাম বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।’

নাহিদ ইসলামের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে নেওয়া।

তিনি বলেন, ‘ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে।’

নাহিদ তার দেওয়া পোস্টে আরও উল্লেখ করেন, ‘জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে; ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে; নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে; নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একিসঙ্গে দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

এক-এগারো এনসিপি জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর