Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেন ৫১৫ পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ২১:৪২ | আপডেট: ২৩ মে ২০২৫ ২৩:৫৪

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য প্রাণ রক্ষার্থে সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় নিয়েছিলেন। তবে আশ্রয় নেওয়া এসব পুলিশের মধ্যে অধিকাংশই কনস্টেবল।

বৃহস্পতিবার (২২ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হলেন— আবদুল্লাহ আল মামুন (তৎকালীন আইজিপি), হারুন অর রশিদ (তৎকালীন র‌্যাবের ডিজি), হাবিবুর রহমান (তৎকালীন ডিএমপি কমিশনার), খন্দকার লুৎফুল কবির (তৎকালীন অতিরিক্ত আইজিপি), আমেনা বেগম (তৎকালীন ডিআইজি), আমিনুল (তৎকালীন ডিআইজি, এডমিন), প্রলয় কুমার জোয়ারদার (তৎকালীন অতিরিক্ত ডিআইজি), মনিরুল ইসলাম (তৎকালীন অতিরিক্ত আইজিপি, এসবি চিফ), মো. আসাদুজ্জামান (তৎকালীন ডিআইজি, সিটিটিসি চিফ), আজিম (তৎকালীন ডিজি, তেজগাঁও ডিভিশন পুলিশ), সাইফুল ইসলাম (তৎকালীন সিএমপি কমিশনার), নুর-ই আলম মিনা (ডিআইজি পুলিশ), খাইরুল আলম (অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ), বাধন (তৎকালীন ডিসি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ), আনিসুর রহমান (তৎকালীন ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ), ওমর ফারুক (তৎকালীন ডেপুটি পুলিশ কমিশনার), এটিএম মাইনুল ইসলাম (তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার), বাতেন (তৎকালীন ডিআইজি), মো. আজ বাহার আলী (তৎকালীন পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ), মো. জাকির হোসাইন খান (তৎকালীন ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশ)।

আশ্রয় নেওয়া এসপিরা হলেন— জাকির হাসান (তৎকালীন এসপি, বগুড়া), সাইদুল ইসলাম (তৎকালীন এসপি, কুমিল্লা), মাসুদ আলম (তৎকালীন এসপি, যশোর), সাইফুল (এসপি), সাহিদুর রহমান (সার্কেল এসএসপি, গোয়াইনঘাট সিলেট)।

বিজ্ঞাপন

যেসব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রয় নেন— মো. রফিকুল ইসলাম (ওসি, গোয়াইনঘাট সিলেট), মো. মাহফুজুর রহমান (ওসি, পতেঙ্গা থানা), সঞ্জয় (ওসি) ও হুমায়ুন কবির (ওসি, বোয়ালমারি থানা)।

আশ্রয় নেওয়া পুলিশের সহকারী উপপরিদর্শকরা (এএসআই) হলেন— সুমন, শাহাদর, সাদেব, রিপন, সুদিপ্তা, সুশ্ময়, আবুল কাওছার, লিটন চাকমা, মিজানুর রহমান, গোলাম রাব্বানী, সাইদুল ইসলাম, বিকাশ মজুমদার, মাসুদ রানা, মো. ফয়েজ উল্লাহ, শশধর সরকার, এনায়েত হোসেন, তন্ময় শাহা, আজহারুল ইসলাম, গিয়াস উদ্দিন, আশ্রাফুল আলম, খাইরুল ইসলাম, সালেহ আহমেদ, ওবায়দুল ইসলাম, আনোয়ার হোসাইন, আব্দুল্লাহেল বাকী, তানভীর, শাহাবুদ্দিন, মো. জাকারিয়া, শুভ মন্ডল, সুমন গাইন, অঞ্জয় কুমার বিশ্বাস ও আনোয়ারুল সাদাত।

আরও পড়ুন-গণঅভ্যুত্থানের পর প্রাণ রক্ষার্থে সেনানিবাসে যে ২৪ রাজনীতিক আশ্রয় নেন

আশ্রয় নেওয়া উপপরিদর্শকরা (এসআই) হলেন— হুমায়ন কবির, জাহাঙ্গীর, হারুন, মো. হারুন অর রশিদ, শফিকুর রহমান, শাহ আলম, সালাহউদ্দিন খান, মো. মনিরুজ্জামান, মিজানুর রহমান, জাকির হোসেন, শেখ মহিউদ্দিন ও লিয়াকত আলী।

আশ্রয় নেওয়া নায়েক পদে দায়িত্বরা হলেন— ইদ্রিস, ফিরোজ, আল মামুন, তৌহিদ, সোহেল আহম্মেদ, শংকর চন্দ্র, হাবিবুর রহমান, জিয়াউল ইসলাম। আশ্রয় নেওয়া সার্জেন্টরা হলেন— সাজিদ আলম, নিলোৎপাল সরকার, মফিজুর রহমান। সেইসঙ্গে মো. তানভির আহমেদ খান নামের এনএসআই এর একজন আশ্রয় নেন সেনানিবাসে।

এদিকে, প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া কনস্টেবলরা হলেন— তুহিন ও মাহফুজ (দামপারা থানা), মাহমুদুল (চট্টগ্রাম পুলিশ লাইন), সাহাবুদ্দিন (হাটহাজারি থানা), মেহেদী হাসান ও সজন (মনসুরাবাদ পুলিশ লাইন), আব্দুল্লাহ আল মাসুম ও ইব্রাহিম খলিল (হালিশহর পুলিশ লাইন), সুবল কনস্টেবল (খুলশী থানা), আবু বক্কর ও আবুল বাসেদ (হালিশহর থানা)। এ ছাড়াও দিদারুল, মাসুদ, আরিফ, জাহিদ, কাইয়ুম, ফেরদৌস, কা হায় মং, মেহেদী, ইব্রহীম, আমির, সুজন, সুজাত, সজিব, কাদির, ওমর ফারুক, মেহেদী, স্বপন, সুমন, রোমান, ফারুক, শামীম, জাহিদুরসহ আরও অনেক পুলিশ কনস্টেবল প্রাণ রক্ষার্থে আশ্রয় সেনানিবাসে আশ্রয় নেন।

বিজ্ঞাপন

আইএসপিআর জানিয়েছে, সে সময়ে শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই ১ থেকে ২ দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। এ ছাড়া, কাউকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়।

সেনানিবাসে আশ্রয়প্রার্থী এ সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে আইএসপিআর।

সারাবাংলা/এমএইচ/এইচআই

২৪এর গণঅভ্যুত্থান আইএসপিআর গণঅভ্যুত্থান টপ নিউজ পুলিশ সেনানিবাসে