Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ী পার্কে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ০১:৫২ | আপডেট: ২৪ মে ২০২৫ ১০:১৩

যাত্রাবাড়ী পার্কে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে আহত মো. জুয়েল। ছবি: সংগৃহীত

ঢাকা: যাত্রাবাড়ী পার্কে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে মো. জুয়েল (৪০) নামে একজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে যাত্রাবাড়ী পার্ক বৃক্ষমেলায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেলে আহত জুয়েল জানান, তার বাসা তেজগাঁও এলকায়। তিনি নার্সারি ব্যবসায়ী। যাত্রাবাড়ী পার্কে নার্সারি থেকে গাছ নিয়ে যান বিক্রির জন্য। রাতে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয় মেলার মধ্যে। সেই ককটেলের স্প্রিন্টার তার বাম পায়ে ও বাম হাতে লাগে। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসেন তিনি। তবে ককটেলটি কোথা থেকে এসে পড়েছে তা জানাতে পারেননি।

বিজ্ঞাপন

এদিকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যাত্রাবাড়ী পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই তিন জনের মধ্যে একজন একটু গুরুতর আহত। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে কেউ ককটেলটি নিক্ষেপ করেছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ককটেল বিস্ফোরণ পার্ক বৃক্ষমেলা যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর