সিলেট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ ও হত্যাকাণ্ডে মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট ছাত্রদল।
শুক্রবার (২৩ মে) বিকেলে মহানগরের ধোপাদিঘীরপাড় থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি।
জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ শোয়েব ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন- সিলেট কোতোয়ালি থানা ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, আহমেদ জামান আরিফ, মহানগর ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত ও মোস্তাক আহমদ শাকিল প্রমুখ।
মিছিল ও সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা এনামুল ইসলাম, সাব্বির হোসেন, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, এমসি কলেজ ছাত্রদল নেতা মাহিন আহমেদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আবুল কাশেম প্রমুখ।