সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে বনানী থানায় সোপার্দ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা ।
শুক্রবার (২৩ মে ) জুমার নামাজের পরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই নেতার নাম আব্দুল্লাহ আল মাহমুদ । তিনি কলেজটির ২০-২১ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুমার নামাজ পড়ার জন্য ক্যাম্পাসে আসেন। কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে তাকে আটক করেন ছাত্রদল নেতাকর্মীরা । পরে তাকে বনানী থানায় সোপার্দ করা হয়। জুলাই-আগষ্ট গণহত্যায় তার সক্রিয় ভূমিকার অভিযোগ আছে।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল নেতা জহিরুল ইসলাম ইয়ামিন বলেন, এই ছাত্রলীগ নেতা ৩-ই আগষ্ট ক্যাম্পাসের মূল ফটকে দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত ছিল। আমি প্রতক্ষ্যদর্শী। সে ইংরেজি ডিপার্টমেন্টের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। ডিপার্টমেন্টের অনেক মেয়েকে ইভটিজিং করত সে। তার হাতে অসংখ্য ছাত্রী-ছাত্রী নির্যাতনের স্বীকার হয়েছে।
এসময় তিনি আরো বলেন, সে দীর্ঘসময় ধরে ক্যাম্পাসে আবারও অরাজকতা সৃষ্টির জন্য মিটিং করছিল। সে জুম্মার নামাজ পরে অডিটোরিয়ামের নিচে মিটিংয়ে বসে ছিল। আমরা দেখামাত্রই তাকে হাতেনাতে ধরে ফেলি এবং বনানী থানার ওসি রাসেল সারোয়ারকে ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দেই।
এ সময় কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।