Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএল ২০২৫
রিশাদ জাদুতে ফাইনালে লাহোর

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫ ০৮:৪২ | আপডেট: ২৪ মে ২০২৫ ১১:১৭

রিশাদের ৩ উইকেটে ফাইনালে লাহোর

পিএসএলের এবারের মৌসুমের শুরু থেকেই লাহোর কালান্দার্সের সঙ্গে ছিলেন তিনি। মাঝে ভারত-পাকিস্তান সংঘাতের সময় টুর্নামেন্ট স্থগিত হলে পাকিস্তান ছাড়েন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। পিএসএলের দ্বিতীয় ভাগে ফিরেই দুর্দান্ত বোলিং উপহার দিলেন রিশাদ। তার ৩ উইকেটের সুবাদেই দ্বিতীয় এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল লাহোর।

গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল লাহোর। ব্যাট হাতে এদিনও ব্যর্থ ছিলেন সাকিব। ৮ নম্বরে নামা সাকিব কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন। এরপর রিশাদ নেমে খেলেছেন ২ বল, করেছেন ৫ রান। ৮ উইকেটে ২০২ রান তোলে লাহোর।

বিজ্ঞাপন

ইসলামাবাদের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন রিশাদ। ৩ ওভারে ৩৪ রান দিলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। রিশাদ ফিরিয়েছেন সালমান আঘা, জেমস নিশাম ও শাদাব খানকে।

রিশাদের আলো ছড়ানোর দিনে ম্লান ছিলেন সাকিব। ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেটের দেখা পাননি তিনি। শেষ পর্যন্ত ১০৭ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদ।

২৫ মের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলবে লাহোর।

সারাবাংলা/এফএম

পিএসএল ২০২৫ রিশাদ হোসেন লাহোর কালান্দার্স সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর