Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়তে বিএনপির ৩১ দফা কর্মসূচি জরুরি’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ০৮:৩৭

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবীর।

ঢাকা: আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবীর।

শুক্রবার (২৩ মে) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুরানগ্রাম বটতলা মোড়ে বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কার বিষয়ক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। তবে স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো সেই আত্মত্যাগের পূর্ণ সুফল পাইনি।

তিনি বলেন, দেশের জনগণ ও গণতন্ত্রকে সুরক্ষা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কার্যকর, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

জিন্নাহ কবীর বলেন, আপনারা যদি বিএনপিকে ভালোবাসেন, তবে খেটে খাওয়া সাধারণ মানুষের দোরগোড়ায় যান। তাদেরকে ৩১ দফার সুফল বুঝিয়ে বলুন। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি কতটা গুরুত্বপূর্ণ, সেটা সবাইকে জানাতে হবে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে মানিকগঞ্জে মানুষের জানমাল, সরকারি প্রতিষ্ঠান রক্ষায় বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। বিএনপিকে ভালোবেসে ৩১ দফার প্রচারণায় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে-এটা দেখে আমি বিস্মিত।

সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রশিদ। সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুমন দেওয়ান সাকিব।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাঈদ ছানোয়ার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, কৃষক দলের সাবেক সভাপতি ফজর আলী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম এবং জেলা যুবদলের সদস্য শরিফুল ইসলাম চাঁনসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/এনজে

৩১ দফা কর্মসূচি জাতীয় অর্থনীতি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর