Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিলম্বে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি জাপা একাংশের     

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ০৮:৪৯

জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনূর রশিদ।

ঢাকা: জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনূর রশিদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ব্যর্থ। নির্বাচন নিয়ে টালবাহানা করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। এভাবে চলতে পারে না। পদত্যাগ নাটক বন্ধ করে অবিলম্বে নির্বাচনি তফসিল ঘোষণা করুন।

শুক্রবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের দুর্দিনে অগ্রণী ভূমিকা পালনকারী সেনাপ্রধানকে বিতর্কিত করার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে বারবার বিতর্কিত করা হচ্ছে। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের যেকোন প্রয়োজনে সর্বদা জনগণের পাশে থেকেছে। এই বাহিনীকে বিতর্কিত করার এই চক্রান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।

বিজ্ঞাপন

বিবৃতিতে জাপা মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে ক্ষমতা ধরে রাখার জন্য আজ প্রধান উপদেষ্টা পদত্যাগ নাটক শুরু করেছেন। দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। রাজনৈতিক সরকার ছাড়া এরথেকে উত্তরণের বিকল্প পথ নেই। তাই অবিলম্বে নির্বাচনি তফসিল ঘোষণা করতে হবে।

কাজী মামুন বলেন, এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশব্যাপী মব সন্ত্রাস চরম আকার ধারণ করলেও তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। সাধারণ দাবি আদায়ের জন্য মানুষকে দিনের পর দিন রাজপথে থাকতে হচ্ছে। অরাজনৈতিক সরকার দিয়ে একটি দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। উপদেষ্টাদের শিশুসুলভ কথাবার্তায় রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার কায়েম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এনজে

জাপা নির্বাচনি তফসিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর