Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষের নাটকে সিরি আ শিরোপা জিতল নাপোলি

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫ ০৯:২১ | আপডেট: ২৪ মে ২০২৫ ১১:১৭

শিরোপা জয়ের পর নাপোলির উল্লাস

ইউরোপের শীর্ষ সব লিগের শিরোপা নিষ্পত্তি হয়েছে আগেই। ইতালিয়ান সিরি আই শুধুমাত্র গিয়েছিল শেষ রাউন্ড পর্যন্ত। রোমাঞ্চকর এক লড়াই শেষে অবশেষে শিরোপা ঘরে তুলল নাপোলি। শেষ ম্যাচে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো লিগ শিরোপা জিতল নাপোলি।

অথচ এবারের লিগে ৩৩ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিল ইন্টার মিলান। শেষ ৫ রাউন্ডে এসে খেই হারিয়ে ফেলেন তারা। আর এই সুযোগটা দারুণভাবেই কাজে লাগিয়েছে নাপোলি। অনেক নাটকীয়তার পর শিরোপা লড়াই এসে দাঁড়ায় শেষ রাউন্ডে।

বিজ্ঞাপন

নিজেদের ম্যাচে জিতলেই নিশ্চিত হবে শিরোপা, এমন সমীকরণ মাথায় নিয়েই ক্যালিয়ারির বিপক্ষে মাঠে নেমেছিল নাপোলি। ৪২ মিনিটে স্কট ম্যাকটোমিনাইয়ের গোলে এগিয়ে যায় নাপোলি। ৫১ মিনিটে রোমেলু লুকাকুর গোলে জয় ও শিরোপা নিশ্চিত করে নাপোলি।

শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেই শিরোপা উল্লাসে মাতে নাপোলি। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলেন তারা। ইন্টার মিলান ৮১ পয়েন্ট নিয়ে রয়েছে রানার্সআপ।

১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০, ২০২২-২৩ মৌসুমের পর আবারও লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসল নাপোলি।

সারাবাংলা/এফএম

ইতালিয়ান লিগ ইন্টার মিলান নাপোলি শিরোপা সিরি আ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর