প্রিমিয়ার লিগে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তারা। আজ রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি এই ম্যাচে জিতলেই দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরবে শেফিল্ড।
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ থেকে প্রতি বছরই নতুন তিন দল ওঠে প্রিমিয়ার লিগে। শীর্ষ দুইয়ে থাকা দুই দল সরাসরি আগেই পৌঁছে গেছে প্রিমিয়ার লিগে। শেষ জায়গাটির জন্য প্লে-অফে লড়েছে ৪ দল। প্রথম প্লে-অফ জিতে ফাইনালে উঠেছে শেফিল্ড ও সান্ডারল্যান্ড।
চ্যাম্পিয়নশিপের ফাইনালকে বলা হয় ফুটবলের সবচেয়ে দামি ম্যাচ। এই ম্যাচ জিতে যেই যাবে প্রিমিয়ার লিগে, তাদের একাউন্টে ঢুকবে ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৬৫ কোটি টাকা! প্রিমিয়ার লিগে খেলার সুবাদে সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশীপ ও অন্যান্য খাত থেকে আসে এই বড় অংকের টাকা।
সবশেষ ২০২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিল শেফিল্ড। সান্ডারল্যান্ড শেষবার প্রিমিয়ার লিগে খেলেছিল ২০১৭ মৌসুমে। দুই দলই তাই প্রিমিয়ার লিগে ফেরার জন্য মরিয়া হয়ে ফাইনালে মাঠে নামবে।
আজ রাত ৮টায় ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেফিল্ড-সান্ডারল্যান্ড ফাইনাল।