ঢাকা: ঢাকার বায়ুদূষণের পরিমাণ শুক্রবারের তুলনায় আজ বেশ খানিকটা কমেছে। দূষণ কমার সঙ্গে সঙ্গে শনিবার (২৪ মে) তালিকায় নিচের দিকে নেমে এসেছে ঢাকা। তবে ঢাকার তুলনায় বিশ্বের অন্যান্য শহরের বায়ুদূষণ বেশ বেড়েছে। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের রেকর্ড অনুসারে ঢাকার বায়ুমান ছিল ১৫২, অর্থাৎ আজ ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর।
বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআইয়ের আজকের সূচক অনুসারে, ঢাকার বায়ুমান ১৫২, যা শুক্রবার ছিল ১৫৭। এ ছাড়া তালিকায় শীর্ষে থাকা শহরগুলো হলো যথাক্রমে—মিসরের কায়রো (১৭৩), একই পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আফ্রিকার দেশ ডিআরসি কঙ্গোর কিনশাসা, তৃতীয় স্থানে আছে আফগানিস্তানের কাবুল (১৫৮), চতুর্থ স্থানে আছে চীনের উহান (১৫৬) এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি (১৫৫)।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।