Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা জিতলেন যারা

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫ ১৩:৩০ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:৪৯

ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি

ইউরোপজুড়ে প্রতি মৌসুমেই চলে ফুটবলের জমজমাট লড়াই। তবে আলাদাভাবে ৫টি দেশের দিকেই নজর থাকে ফুটবলপ্রেমীদের। ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্স; এবারের ঘরোয়া ফুটবলের মৌসুম শেষে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা উঠল কাদের হাতে?

লিভারপুল (ইংল্যান্ড)

ইংলিশ প্রিমিয়ার লিগে গত চার মৌসুম ধরেই ছিল ম্যানচেস্টার সিটির একছত্র আধিপত্য। দুর্দান্ত ফর্মে থাকা সিটি এবারের মৌসুমে রীতিমত বিপর্যস্ত।

আর এই সুযোগেই চার মৌসুম পর প্রিমিয়ার লিগের শিরোপার হাতবদল হলো। ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল।

এখনো লিগের বাকি একটি ম্যাচ। ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিভারপুল। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। গত মৌসুমের চ্যাম্পিয়ন সিটি উঠে এসেছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৬৮।

বার্সেলোনা (স্পেন) 

লা লিগার এবারের মৌসুমটা ছিল বেশ জমজমাট। শুরুর ভাগে বার্সেলোনার একছত্র দাপটে মনে হচ্ছিল সহজেই লিগ শিরোপা জিতবেন কাতালানরা। তবে মৌসুমের মাজে এসে খেই হারিয়ে ফেলে কাতালানরা। এক পর্যায়ে বার্সার চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।

তবে ২০২৫ সালে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। লা লিগার দুই ক্লাসিকোতেই রিয়ালকে উড়িয়ে দিয়েছেন তারা। রিয়ালও নিজেদের কিছু ম্যাচে হোঁচট খাওয়ায় আবার শীর্ষে ফেরেন ইয়ামাল-রাফিনহারা। অবশেষে এস্পানিওলকে হারিয়ে দুই ম্যাচ হাত রেখেই শিরোপা নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের দল।

৩৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৭। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজ্ঞাপন

পিএসজি (ফ্রান্স)

ফরাসি লিগে গত এক যুগ ধরেই চলছে পিএসজির দাপট। গত তিন মৌসুমে হ্যাটট্রিক শিরোপাসহ গত ১২ মৌসুমে ১০বার ফ্রেঞ্চ লিগ শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। এবারও তারা লিগ শিরোপা জিতল হেসেখেলেই।

কিলিয়ান এমবাপেকে ছাড়াই মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল পিএসজি। পয়েন্ট তালিকায় তাদের ধারেকাছেও ছিল না কেউ। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে ১৯ পয়েন্ট এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। এটি পিএসজির ১৩তম ফ্রেঞ্চ লিগ শিরোপা।

৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা জিতল পিএসজি। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্শেই। ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোনাকো।

বায়ার্ন মিউনিখ (জার্মানি) 

জার্মান বুন্দেসলিগায় ২০০৯ থেকে ২০২৩, দীর্ঘ ১১ বছরে একবারও লিগ শিরোপা হাতছাড়া হয়নি তাদের। তবে গত মৌসুমে বায়ার্ন মিউনিখকে হতবাক করে শিরোপা জিতেছিল বেয়ার লেভারকুসেন।

সেই ধাক্কা কাটিয়ে এই মৌসুমে আবারও শিরোপা জিতেছে বায়ার্ন। এটি তাদের ৩৩তম বুন্দেসলিগা শিরোপা। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছেন তারা। এই শিরোপার মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে হ্যারি কেইন।

গতবারের চ্যাম্পিয়ন লেভারকুসেন এবার ৬৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্র্যাংকফুর্ট।

নাপোলি (ইতালি) 

ইউরোপের শীর্ষ ৫ লিগের ৪টিতে শিরোপা নির্ধারণ হয়ে গেলেও ইতালিয়ান লিগ গড়িয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। নাপোলি ও ইন্টার মিলানের এই জমজমাট শিরোপা লড়াইয়ে শেষ হাসি হেসেছে নাপোলিই।

৩৩ রাউন্ড পর্যন্ত লিগের শীর্ষে ছিল ইন্টার মিলান। তবে শেষ কয়েক রাউন্ডে খেই হারিয়ে ফেললে সেই সুযোগটা কাজে লাগায় নাপোলি।

বিজ্ঞাপন

গত রাতে লিগের শেষ ম্যাচে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে। এটি নাপোলির চতুর্থ লিগ শিরোপা।

৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা জিতল নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইন্টার। ৩৭ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আটালান্টা।

সারাবাংলা/এফএম

ইউরোপিয়ান ফুটবল নাপোলি পিএসজি বায়ার্ন মিউনিখ বার্সেলোনা লিগ শিরোপা লিভারপুল শীর্ষ ৫ লিগ

বিজ্ঞাপন

আম বেগুনের খাট্টামিঠা
২৪ মে ২০২৫ ১৬:৩৫

আরো

সম্পর্কিত খবর