ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় যমুনায় যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, সাড়ে ৭টায় তাদেরকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় রাত সাড়ে ৭টায় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। তবে প্রতিনিধি দলে কে কে থাকবেন, সে বিষয়ে কিছু জানায়নি বিএনপির মিডিয়া সেল।
জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বলেন, ‘‘মোশাররফ (ড. খন্দকার মোশাররফ হোসেন) স্যারের নেতৃত্বে একটা প্রতিনিধি দল যমুনায় যাবেন।’’
‘‘কে কে যাবেন, সেটা এখনো পাওয়া যায়নি। আর এটা দরকারও নাই। সবাই (স্থায়ী কমিটির সদস্য) তো যাবে না। কয়েকজন যাবে। এটা নির্দিষ্ট করে বলার দরকার নেই’’— বলেন শায়রুল কবির খান।
বৃহস্পতিবার (২২ মে) বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াতে থাকে। এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এনসিপির নাহিদ ইসলাম গণমাধ্যমেক জানান ‘পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এরপর শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে এবং রাত ৮টায় জামায়াতকে যমুনায় আমন্ত্রণ জানানো হয়।