সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকা থেকে জাল মার্কিন ডলার ও ভুয়া ব্যাংক স্টেটমেন্টসহ জুলকার নাইম ও রাসেল গাজী নামে দুই প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৩ মে) ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক নাইম ও রাসেল গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি এলাকার। তারা দীর্ঘদিন ধরে জাল ডলার ও ভুয়া ব্যাংক ডকুমেন্ট ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর মুশফিক আহম্মেদ জানান, আটক দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ জাল মার্কিন ডলার, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র, মোবাইল, সিম, ল্যাপটপ প্রিন্টার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।
চক্রটি মূলত বিদেশে অর্থ পাঠানো, উচ্চ আয়ের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ও জাল মুদ্রা দেখিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করতো তারা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণা রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে তারা।