ঢাকা: নির্বাচন ও গণঅভ্যুত্থানের বিচার প্রক্রিয়া নিয়ে রোড ম্যাপ উপস্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ মে) দুপুর ১২টায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত। বিচার সংস্কার এবং নির্বাচনি রোড ম্যাপ একত্রে ঘোষণা করা দরকার। সবার সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে আলোচনা করতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তা, ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভেবে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ড ইউনূসের ‘পদত্যাগ’ ইস্যুতে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এনবিআরের সামনে, যমুনার সামনে, আদালতে-এসব পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবছেন যে, যদি ওনাকে জিম্মি করা হয় বা উনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি যদি আদায় করা হয় সেটি আসলে সম্ভব না। কারণ তিনি সেটাতে সম্মতি প্রকাশ করবেন না।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। নির্বাচন কমিশন আস্থার জায়গা হারিয়েছে বলে আমরা মনে করি। কাজেই নির্বাচন কমিশনকে আস্থাটা তৈরি করতে হবে অথবা দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি।