Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন দুদকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৪:২০ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:৫০

উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন।

ঢাকা: উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ এনআইডি ব্লক চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

শনিবার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তবে এ বিষয়ে এখনও আদালতের নির্দেশনা আসেনি।

দুদক কর্মকর্তা জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোয়াজ্জেম। এমন অভিযোগে গত ২২ মে তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আরও যাচাই-বাচায়ের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানান দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হয়। পরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/এমপি

উপদেষ্টা আসিফ মাহমুদ এপিএস মোয়াজ্জেম হোসেনে

বিজ্ঞাপন

আম বেগুনের খাট্টামিঠা
২৪ মে ২০২৫ ১৬:৩৫

আরো

সম্পর্কিত খবর