Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনসহ দুই দাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের অবস্থান

ঢাবি করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:৫০

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই ‘অবস্থান কর্মসূচি’ পালন।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ‘অবস্থান কর্মসূচী’ পালন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২৪ মে) দুপুর পৌনে ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই ‘অবস্থান কর্মসূচি’ পালন করছে সংগঠনটি।

এর আগে বেলা দেড়টার দিকে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটি।

এ সময় ‘জাস্টিস-জাস্টিস, জাস্টিস ফর সাম্য’, ‘উই ওয়ান্ট–উই ওয়ান্ট, ডাকসু ডাকসু’সহ নানা স্লোগান দেন তারা।

কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আবদুল কাদের, সদস্য সচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদিসহ বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

সারাবাংলা/কেকে/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর