Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান বাহিনীর সাবেক প্রধানের ৩৮ ব্যাংক হিসাব জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৫:৩২ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:০৩

সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

ঢাকা: স্ত্রী-ছেলেসহ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধে আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) দুপুরে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার।

অন্যরা হলেন— শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নান। তাদের এসব ব্যাংক হিসাবে বর্তমানে এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষগ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান। এছাড়া বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট অন্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

অনুসন্ধানে জানা যায়, স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা গোপন করার চেষ্টা করছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হলে ভবিষ্যতে পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে। এজন্য অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এমপি

ব্যাংক হিসাব জব্দ সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান