চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়বাদী শ্রমিক দল। এতে বিএনপি ও শ্রমিক দলের নেতারা বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়।
শনিবার (২৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এ সমাবেশ হয়েছে। এর আগে, বন্দর হাইস্কুল মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের বন্দর শাখার নেতাকর্মীরা বন্দর ভবনের সামনে আসেন।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর, ডক বন্দর অঞ্চল শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ, মার্চেন্ট শ্রমিক দলের সহ-সভাপতি মো. হোসাইন এবং যুগ্ম সম্পাদক ইয়াছিন রেজা রাজু বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের সহ সম্পাদক মোজাহের হোসেন।
সমাবেশে বিএনপি নেতা নাজিমুর রহমান বলেন, ‘নিউমুরিং কনটেইনার টার্মিনাল তো খুব ভালোভাবেই চলছে। ভুল তথ্যের ওপর ভিত্তি করে টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া সমীচীন হবে না। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়।’
বন্দর নিয়ে প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘হয়রানি বন্ধ করুন, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে। আর কোনো শ্রমিককে, কোনো কর্মচারীকে যদি কোনো ধরনের নোটিশ দেওয়া হয়, আমি নিজে এসে বন্দর ভবন ঘেরাও করব। তবে শ্রমিক ভাইদেরও বলব, আপনারা আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। আইনের পক্ষে থাকুন, ন্যায়নীতির পক্ষে থাকুন, আমরা আপনাদের পক্ষে থাকব।’