Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭ ফেরি, ২০ লঞ্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৬:২৫ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:০২

রাজবাড়ী: আসন্ন প‌বিত্র ঈদুল আজহাতে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে যাত্রী, যানবাহন পারাপা‌র ও কোরবানির পশুবাহী ট্রাক পারাপার নি‌র্বিঘ্ন কর‌তে এবার ১৭টি ফে‌রি ও ২০টি লঞ্চ চলাচল কর‌বে।

শনিবার (২৪মে) দুপুরে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে ঈদুল আজাহা উপল‌ক্ষ্যে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে ফে‌রি সার্ভিস, নৌপথে লঞ্চসহ জলযান সমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতক‌ল্পে ঘা‌টের সুষ্ঠু ব‌্যবস্থাপনা ও যাত্রী‌সাধারণের যাতায়াত নি‌র্বিঘ্ন করতে আয়ো‌জিত সভায় এ তথ‌্য জানা‌নো হ‌য়।

বিজ্ঞাপন

সভায় বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পবিত্র ঈদুল আজহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রো রো ফেরি ৯টি, মিডিয়াম টাইপ ফেরি ৩টি ও ছোট ফেরি ৫টিসহ মোট ১৭টি ফেরি চলাচল করবে। দৌলত‌দিয়া প্রা‌ন্তের (৩, ৪ ও ৭) এই ৩‌টি ফেরিঘা‌ট সচল থাকবে। যার প্রায় সব প্রস্তু‌তি সম্পন্ন হয়েছে। এছাড়া পানি বৃদ্ধি পেলে ৬ নম্বর ফেরি ঘাটটি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন,পশুবাহী ট্রাকগুলোকে বিশেষভাবে পার করা হবে। পশুবাহী ট্রাকগুলো ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারবে। যাত্রীবাহী বাস ও পশুবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হবে।

বিআইডব্লিউটিএর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ট্রাফিক পরিদর্শক (টিআই) সাগর মল্লিক বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২০টি লঞ্চ চলাচল করবে। আরিচা-কাজিরহাট রুটে ১৩টি লঞ্চ চলাচল করবে। পাটুরিয়া প্রান্তে ৩টি ও দৌলতদিয়া প্রান্তে ৩টি ঘাট সচল রয়েছে। প্রয়োজন হলে দৌলতদিয়াতে একটি ও পাটুরিয়াতে আরও একটি ঘাট সচল করা হবে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, ঈদ উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাট এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদে ঘরমুখো যাত্রীরা যেন বাড়িতে ও ঈদের পরে কর্মস্থলে নির্বিঘ্নে ফিরতে পারেন সে লক্ষ্যে প্রশাসন কাজ করবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আতাউর রহমান খান, বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ টিআই সাগর মল্লিক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, জেলা বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) রমজান আলী ও লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ মল্লিক।

সারাবাংলা/এসআর

দৌলতদিয়া নৌরুট পাটুরিয়া ফেরি রাজবাড়ী লঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর