Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৬:২৩

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলা বাজারে ট্রাকচাপায় মো. মুজাক্কির নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন ট্রাকসহ চালক আলাউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের মো.আকরামের ছেলে। আকরাম দম্পতি বর্তমানে সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

নিহতের বাবা আকরাম জানান, মুজাক্কির ছিল চঞ্চল। দুপুরের সে তার মায়ের সঙ্গে সেনবাগ বাজারে যায়। ওই সময় মায়ের হাত ধরে রাস্তার একপাশে হাঁটছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌঁড় দেয় ছেলেটি। তাৎক্ষণিক দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মুজাক্কির।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসা হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

ট্রাকচাপা নিহত শিশুর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ওয়ালটন'এ কাজের সুযোগ
২৪ মে ২০২৫ ২০:২০

আরো

সম্পর্কিত খবর