Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:০২

প্রতীকী ছবি

শরীয়তপুর: জেলার গোসাইরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাহাত উপজেলার সামন্তসার ইউনিয়নের বকসম পট্রি গ্রামের রাজন মোল্যার ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার নানা বাড়ি হাটুরিয়া বেড়াতে এসে সকাল ১১টার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। সবাই বাড়ি ফিরলেও রাহাত না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মৃত দেহ পাওয়া যায়।

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম বলেন, ‘খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

সারাবাংলা/এইচআই

পানিতে ডুবে শরীয়তপুর শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর