Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৭:২৪

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪মে) ভোর রাতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর মুড়িকাটা গ্রামে মো. মজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন— কালুখালী উপজেলা সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত কেচমত আলীর ছেলে মো. মজিবর রহমান (৬৭), মো. মজিবুর রহমানের ছেলে মো. আবু সায়েম (৩০), মজিবুর রহমানের স্ত্রী মোছা. সাজেদা খাতুন (৫৩), একই ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের লালচাঁন আলীর ছেলে মো. জসিম মন্ডল(৩৪) ও মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মো. হাসেম আলী মোল্লার ছেলে মো. সুলতান আলী মোল্লা (৩৭)। তাদের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এসময় তাদের কাছে থেকে একটি একনলা বন্দুক, দুইটি ওয়ান শুটার গান, একটি ৯ এমএম বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, দুইটি বিদেশি মদের বোতল, একটি কাঠের তৈরি হকিস্টিক, ইসলামী ব্যাংকের দুইটি চেক বই, তিনটি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, তিনটি জাতীয় পরিচয়পত্র, একটি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড, একটি খুর, একটি চাকু, একটি লেজার লাইট উদ্ধার করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে

সারাবাংলা/এসআর

আগ্নেয়াস্ত্র গ্রেফতার যৌথ বাহিনীর অভিযান রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর