Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল

স্পোর্টস করেসপেন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৮:১৩ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৩৫

বিসিবি সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ততক্ষণে শেষ হয়েছে মাঠের ক্রিকেটের ব্যস্ততা। ড্র’তে নিষ্পত্তি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। ম্যাচ প্রেজেন্টেশন শেষে গ্রাউন্ডসম্যানরা সারছিলেন মাঠ পরিচর্যার কাজ।

শনিবার (২৪ মে) বিকেল ৫টা নাগাদ হুট করেই শোনা গেল শোরগোল। শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল বের করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদের অপরসারণ চেয়ে ও পদত্যাগের দাবিতে।

বিজ্ঞাপন

মিরপুর স্টেডিয়ামের সামনের মূল সড়কে তারা ‘ক্রিকেট নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, স্লোগান দিয়ে এগিয়ে যেতে থাকেন মিল্ক ভিটা সড়কের দিকে। তখন মিছিলের অগ্রভাগে ছিল ফারুক আহমেদের ছবি সম্বলিত ব্যানার, যার ওপর ক্রস চিহ্ন একে দেওয়া হয়েছে।

ফারুক আহমেদের ছবি সম্বলিত ব্যানার

এ ছাড়া আগের বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে বর্তমান সভাপতিকে মিলিয়ে ‘ফারুক-পাপন ভাই ভাই, ক্রিকেট বোর্ডের উপায় নাই’, লেখা পোস্টারও ছিল মিছিলে।

‘টাকা তুমি কার? ফারুকের নাকি বিসিবির?’, লেখা পোস্টারও দেখা গেছে বিক্ষোভকারীদের হাতে।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/জেটি/এইচআই

ফারুক আহমেদ বিসিবি বিসিবি সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর