Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলার মাঠের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৮:২২

খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ফুটেজ ছবি

বান্দরবান: খেলার মাঠের দাবিতে নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে ‘মাদক চাই না,খেলতে চাই, খেলার মাঠ চাওয়া আমাদের অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

শনিবার (২৪ মে) বেলা ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর হাতে খেলার মাঠ পাওয়ার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থী এবং বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিজস্ব কোনো খেলার মাঠ নেই। অথচ স্কুল এন্ড কলেজের আশেপাশে সরকারী অনেক খাস জায়গা দখল করেছে অনেক প্রভাবশালী ফ্যাসীবাদী নেতারা।

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও এই পর্যন্ত শিক্ষার্থীদের খেলাধুলা করার মতো মাঠ বলতে গেলে নেই। শিক্ষার্থীরা ও বর্তমান প্রজন্ম কোন খেলাধুলা করতে না পেরে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অতি সত্ত্বর প্রভাবশালী ফ্যাসিস্ট নেতাদের দখলীয় সরকারী খাস জায়গা উচ্ছেদ করে একটি খেলার মাঠ না দিলে বর্তমান শিক্ষার্থীসহ পরবর্তী প্রজন্মের সবাই আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাই এ ব্যাপারে অন্তবর্ত্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টাসহ বান্দরবান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সারাবাংলা/এসডব্লিউ

খেলার মাঠ মানববন্ধন

বিজ্ঞাপন

ওয়ালটন'এ কাজের সুযোগ
২৪ মে ২০২৫ ২০:২০

আরো

সম্পর্কিত খবর