Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ফের ২১ জনকে পুশইন করল বিএসএফ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৪১

আটক কয়েকজন।

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে নারী ও শিশুসহ আরও ২১ জনকে আটক করেছে বিজিবি। আটকদের জেলে পাঠানো হয়েছে। আটক ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচটি শিশু রয়েছে।

শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এর আগে, গত ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে ভারতীয় বিএসএফ।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, ২১ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। তিনি বলেন, ‘বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

আটক পুশ ইন বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর