Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংগস ইমার্টের আয়োজনে হিটাচি রেফ্রিজারেটর কার্নিভাল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৯:১৮

ঢাকা: পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে রাজধানীর গুলশান ২ -এ অবস্থিত র‌্যাংগস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল আয়োজনে যুক্ত হয়েছে হিটাচি। শনিবার শুরু হওয়া কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত। শনিবার (২৪ মে) র‍্যাংগস ইমার্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।

সংবাদ সম্মেলনে হিটাচি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রতিষ্ঠানটির বিজনেস ডেভোলপমেন্ট ম্যানেজার সাজিদা আকতার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে র‌্যাংগস ইমার্টের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মি. রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান এবং সিওও মি. ইরাজ এইচ. সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তারা।

ঈদ উপলক্ষ্যে অনেকেই তাদের বাড়ির প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী আপগ্রেড করার পরিকল্পনা করেন, আর এই সময়ে রেফ্রিজারেটর ফেয়ার ক্রেতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে। এই ফেয়ার থেকে ক্রেতারা আকর্ষণীয় প্রমোশনাল অফারে হিটাচির এনার্জি-সাশ্রয়ী, আধুনিক ডিজাইন ও স্মার্ট ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটর কিনতে পারবেন। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হিটাচি, আর এই আয়োজন ব্র্যান্ডটির সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, র‌্যাংগস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনে-রেফ্রিজারেটর, এসি সহ আরও আকর্ষনীয় গিফট জিতার সুবর্ন সুযোগ। এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট, ব্যাংক অফার, ইজ্যি এক্সচেঞ্জ অফারসহ আরও অনেক কিছু।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হিটাচি ইলেকট্রনিক্স বাংলাদেশের বিজনেস ডেভোলপমেন্ট ম্যানেজার সাজিদা আকতার বলেন, হিটাচি সবসময় দেশজুড়ে এর ক্রেতাদের জন্য সেরা প্রযুক্তি নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণ ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিতে আমাদের রেফ্রিজারেটরে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এর এনার্জি-সাশ্রয়ী প্রযুক্তি নিশ্চিত করবে আরও দক্ষ ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা। ঈদের আনন্দে আমরা অত্যাধুনিক রেফ্রিজারেটর প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে চাই, যেন আমাদের ক্রেতারা তাদের পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যকর জীবনযাত্রা উপভোগ করতে পারেন।

র‌্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, র‌্যাংগস ইমার্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও মানুষের লাইফস্টাইলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে। এ ফেয়ারের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই। একইসাথে, তারা যেন সেরা অফার ও রিওয়ার্ড উপভোগ করতে পারবেন। আমাদের লক্ষ্য, ইলেক্ট্রনিকস পণ্য কেনার ক্ষেত্রে র‌্যাংগস ইমার্টকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।

সারাবাংলা/ইএইচটি/এসআর

কার্নিভাল রেফ্রিজারেটর র‌্যাংগস হিটাচি